• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

টাঙ্গাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১, ০২:০৯ পিএম
টাঙ্গাইলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে তানিয়া আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কচুয়া পূর্বপাড়া এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তানিয়া ওই গ্রামের ফজলুল হকের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়,  প্রায় ৪ বছর আগে তানিয়ার সাথে ফজলুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। সম্প্রতি তুচ্ছ ঘটনায় তাদের মনোমালিন্য চলছিল। পরে বুধবার রাত আনুমানিক ২টার দিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না বেঁধে ফাঁস দিয়ে তানিয়া আত্মহত্যা করেন।

সখীপুর থানার উপপরিদর্শক মেহেদি হাসান জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 

Link copied!