• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

জ্ঞান ফিরতেই বাবা-মাকে খুঁজছে ছোট্ট আকলিমা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ১১:০৫ এএম
জ্ঞান ফিরতেই বাবা-মাকে খুঁজছে ছোট্ট আকলিমা

নাটোরের গুরুদাসপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের আবু আফফান ও আরিফা খাতুন দম্পতি। তবে গুরুতর আহত হলেও বেঁচে যায় এই দম্পতির ২ বছরের কন্যা আকলিমা। হাসপাতালে জ্ঞান ফিরেই বাবা-মাকে খুঁজছে ছোট্ট আকলিমা।

আকলিমার বাবা আফফান ঢাকায় ফেরি করে কুষ্টিয়ার খাজা বিক্রি করতেন। লকডাউনে বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে গ্রামে ফিরে যান। জীবিকার তাগিদে ঢাকায় ফিরছিলেন স্ত্রী ও সন্তানকে নিয়ে। কিন্তু ঢাকায় ফেরা হলো না দম্পতির।

রোববার (৮ আগস্ট) দুপুরে নাটোরের গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় একটি মিনিট্রাক অপর ট্রাকের সাথে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও একজন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল হোসেন বলেন, আমরা বাড়িতে দুপুরের খাবার খেতে বসেছি। এমন সময় বিকট শব্দ সাথে চিৎকার শুনে আমরা দৌড়ে বের হয়ে দেখি যাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যান মাঠের কাদাপানিতে পড়ে আছে। এ সময় ফায়ার সার্ভিসে ফোন দেয়ার পাশাপাশি তাদের আমরা কয়েক মিলে উদ্ধারের চেষ্টা শুরু করি। এর মধ্যেই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী গাড়ি ও থানার দল এসে হাজির হয়। তারা ঘটনাস্থল থেকেই একে একে ৫টি লাশ উদ্ধার করেন। বড়ই মর্মান্তিক ঘটনা। 

বনপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ আকরামুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীদের নিয়ে যাচ্ছিল মিনি ট্রাকটি। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় ওই মিনি ট্রাকে চেপেই ঢাকা যাচ্ছিলেন তারা। মিনি ট্রাকটি অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ৫ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এসময় আহত পাঁচজনকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বলেন, লাশ গুলো উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। একই সাথে নিহতদের স্বজনদের সন্ধান করে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে।
 

Link copied!