• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা, কিশোরীর আত্মহত্যা


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ১০:৩১ এএম
জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা, কিশোরীর আত্মহত্যা

জয়পুরহাটের পাঁচবিবিতে জোর করে বিয়ে দিতে চাওয়ায় মা-বাবার ওপর অভিমান করে এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার পশ্চিম বাজিতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম জয়া রানী (১৫)। সে ওই এলাকার বিশ্বনাথের মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারওয়ার বলেন, ওই কিশোরীকে তার বাবা-মা জোর করে বিয়ে দিতে চেয়েছিলেন। এতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করে। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Link copied!