• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘জামালপুরের নকশীকাঁথার কদর রয়েছে বিশ্বে’


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১, ০৭:৪৬ পিএম
‘জামালপুরের নকশীকাঁথার কদর রয়েছে বিশ্বে’

বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম বলেছেন, “জামালপুরের নকশীকাঁথার কদর বিশ্বে ছড়িয়ে পড়েছে।”

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে জামালপুর সদর উপজেলার কম্পপুরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এ কথা বলেন।

এই সংসদ সদস্য আরও বলেন, “শেখ হাসিনা নকশি পল্লী” প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন হলে এই অঞ্চলের লাখ লাখ মানুষ অনেক উপকৃত হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সব সময়ই চান বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে। ইতিহাসে যা ছিল সেগুলো পুনরুদ্ধার করায় আমাদের প্রধান কাজ।”

জামালপুর হস্তশিল্প ব্যবসায়ী সমিতির আহ্ববায়ক বিজন কুমার চন্দের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান শাহ্ আলম, জেলা প্রশাসক মুর্শেদা জামান ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

Link copied!