• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজ ভাঙচুর


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০১:৩৯ পিএম
জাতীয় পতাকা অর্ধনমিত না করায় কলেজ ভাঙচুর

জাতীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না করায় ঝিনাইদহ শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। 

রোববার (১৫ আগস্ট) সকালে শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত কলেজে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জাতীয় পতাকা অর্ধনমিত না করায় সকাল ১১টার পর প্রতিষ্ঠানটিতে স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা কলেজের অফিস কক্ষ ভাঙচুর করে। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কেউ অভিযোগ দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”

শহীদ জিয়াউর রহমান আইন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিউর রহমান বলেন, “দীর্ঘদিন কলেজটি বন্ধ রয়েছে। সেখানে একজন গার্ড নিয়োগ দেওয়া আছে। সে পতাকা উত্তোলন করে। পতাকা উত্তোলনের জন্য দড়ি কিনতে গেলে লোকজন ভাঙচুর করে। কে বা কারা ভাঙচুর করেছে তা জানা যায়নি।”

১৯৯৩ সালে শহরের বঙ্গবন্ধু সড়কে কলেজটি প্রতিষ্ঠিত হয়। সরকার অনুমোদিত এ প্রতিষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।

Link copied!