• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

জমি ফেরত দেওয়ার দাবিতে সাঁওতালদের মিছিল-সমাবেশ


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৮:৪৩ পিএম
জমি ফেরত দেওয়ার দাবিতে সাঁওতালদের মিছিল-সমাবেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় জমি ফেরত দেওয়ার দাবিতে সমাবেশ ও মিছিল করেন সাঁওতালরা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সমাবেশ ও মিছিল করেন তারা। এর আগে তাদের একটি বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে।

বাপ-দাদার জমি ফেরত, তিনজন সাঁওতাল হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার, আন্দোলনকারী সাঁওতাল-বাঙালিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এসব কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাহেবগঞ্জ বাগদা ফার্ম শাখা এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টির সাহেবগঞ্জ বাগদা ফার্ম শাখার সাধারণ সম্পাদক গণেশ মুরমু।

রাফায়েল হাসদার পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রতিভা সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবির সভাপতি তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা সিপিবি নেতা আল মামুন মোবারক, রেজাউর করিম, যুব ইউনিয়নের নেতা মিজানুর রহমান, রুমিলা কিছকু, বার্নাবাস প্রমুখ।

বক্তারা বলেন, কর্মসংস্থানের জন্য ইপিজেড হতে হবে, তবে তা সাঁওতালের রক্তে ভেজা মাটি সাহেবগঞ্জ বাগদা ফার্মে নয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!