• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

ছেলেকে ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দিলেন মা


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৬:২০ পিএম
ছেলেকে ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দিলেন মা

ফরিদপুরের ভাঙ্গায় ১২ পিস ইয়াবাসহ ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন এক মা।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে আটককৃত ছেলেকে ফরিদপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ। 

আটক শফিকুল ইসলাম ওরফে ফারুক মৃধা (৪০) উপজেলার দিঘীরপাড় গ্রামের আইয়ূব আলী মৃধার ছেলে।

পুলিশ জানায়, উপজেলার দিঘীরপাড় গ্রামের এক মা তার ছেলেকে ইয়াবার নেশা থেকে ফিরানোর জন্য বহুবার চেষ্টা করেও ফিরাতে পারেনি। আসামি ফারুক ইয়াবা সেবন করে মাকে মারধর করতো। 

অবশেষে শুক্রবার (৮ অক্টোবর) ফারুকের কাছে ইয়াবা দেখে চিৎকার দিয়ে লোকজনকে জড়ো করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তার মা ছেলে ফারুককে আটক করে ভাঙ্গা থানায় সংবাদ দেয়। খবর পেয়ে ফারুককে ১২ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এঘটনায় ওই ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাকে ফরিদপুরের জেল হাজতে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!