• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী আহত


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০১:৩৮ পিএম
ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী আহত

রংপুরে আলাদা দুটি ছিনতাইয়ের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পৃথক সময়ে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। আহত দুজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত শিক্ষক হলেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান এবং শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড স্ট্যাডিজ বিভাগের দশম ব্যাচের পরাগ মাহমুদ।

পরাগ মাহমুদ জানান, রাতে হোস্টেলে ফেরার সময় কয়েকজন তার মোবাইল ফোন ও টাকা কেড়ে নেন। এ সময় বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা।

এদিকে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান জানান, সকালে হাঁটতে গিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় লালবাগ এলাকায় তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। তার মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয় ছিনতাইকারীরা। বাধা দিলে তাকেও কুপিয়ে জখম করে।

মহানগর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জান বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে।”

Link copied!