চুয়াডাঙ্গা চলছে শারদীয় দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমায় রংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। নবসাজে সেজেছে জেলার ১১৭টি পূজা মণ্ডপ। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় দ্যুতি ছড়াচ্ছে প্রতিমায় রংয়ের কারুকাজ ।
দেশের দক্ষিণ-পশ্চিমের ভারত সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। জেলার চারটি উপজেলায় গত বছর মণ্ডপ হয়েছিল ১১৫টি। আর এ বছর হয়েছে ১১৭টি। আসন্ন দুর্গা পূজা উপলক্ষে সাজ সাজ রব পড়েছে জেলার হিন্দু সম্প্রদায়ের পাড়া-মহল্লায়। ব্যাপক-উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এবার দুর্গা পূজা পালন হবে এ জেলায়। ইতিমধ্যে প্রতিটি মণ্ডপে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া তারাদেবী ফাউন্ডেশন থেকে দেওয়া হয়েছে নগদ ৩ হাজার টাকা করে।
চুয়াডাঙ্গা বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী পলাশ কুমার সাহা বলেন, এবার পূজার আয়োজন খুব ভাল হয়েছে। করোনার এ সময়ে সকল স্বাস্থ্যবিধি মেনে দুর্গা উৎসব পালন করা হবে।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক শ্রী হেমন্ত কুমার সিংহ রায় চৌধুরী বলেন, জেলার প্রতিটি মণ্ডপে প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি। প্রতিটি মণ্ডপের কমিটির সদস্যদের সাথে মিটিং করছি। কারো কোন অসুবিধা নাই।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী বলেন, এবারে দুর্গা পূজায় উৎসবের আয়োজন হবে সবখানে। ব্যাপক আয়োজন চলছে জেলার প্রতিটি মন্দিরে ।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, দুর্গা পূজা নির্বিঘ্নে পালনের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। ইতোমধ্যে জেলা পূজা উদযাপন কমিটিসহ প্রতিটি মণ্ডপের নেতৃবৃন্দের সাথে মিটিং করে নিরাপত্তার সার্বিক বিষয় নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে ধর্ম যার যার, উৎসব সবার। এবারে দুর্গা পূজায় জেলায় উৎসবের আমেজ শুরু হয়েছে। শারদীয় দুর্গা পূজা আরো উৎসব মুখর করতে প্রতিটি মণ্ডপে সহায়তাসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
এবার দুর্গা দেবী এসেছেন ঘোটকে। গমন হবে দোলায়। রোববার (১০ অক্টোবর) দেবীর চক্ষুদানের মধ্য দিয়ে শুরু দুর্গা পূজার আনুষ্ঠানিকতা। এরপর ১১ অক্টোবর ষষ্ঠী পূজা আরম্ভ। ১৫ অক্টোবর দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
 
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    

































