• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যুহীন এক দিন


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ০৯:১০ এএম
চুয়াডাঙ্গায় করোনায় মৃত্যুহীন এক দিন

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় কেউ মারা যাননি। তবে ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন ৫৫ জন সুস্থ হয়েছেন। 

বৃহস্পতিবার (৫ আগস্ট) সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. এ এস এম মারুফ হাসান জানান, আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ২৮ জন, আলমডাঙ্গা উপজেলায় ১৪ জন, দামুড়হুদা উপজেলায় ১২ জন ও জীবননগর উপজেলায় ৫ জন। গত এক সপ্তাহের নমুনা সংগ্রহ ও ফলাফল বিবেচনায় এ জেলায় আক্রান্তের হার ১৭ দশমিক ২৩ শতাংশ।

সিভিল সার্জনের দেওয়া তথ্যে এ পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ২৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৯৯ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত এ জেলায় মৃত্যু হয়েছে ১৯০ জনের। 

গত ২৪ ঘণ্টায় ৭৮ জনসহ মোট ২ হাজার ৬৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৮ হাজার ৯৮১ জন। তা ছাড়া হাসপাতালে আইসোলেশনে আছেন ৭৯ জন।

চুয়াডাঙ্গা ১৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি আছে রেড জোনে ৬২ জন এবং ইয়োলো জোনে ১০০ জন।

Link copied!