• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ১০ শা'বান ১৪৪৬

চুয়াডাঙ্গায় আরও মৃত্যু ৬, শনাক্ত ১৩১


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৭:৫৩ পিএম
চুয়াডাঙ্গায় আরও মৃত্যু ৬, শনাক্ত ১৩১

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় চারজন ও উপসর্গে দুইজন। জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৭ জন।

এছাড়াও নতুন ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জন আক্রান্ত হয়েছেন। ১৩১ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৬৪ জন, আলমডাঙ্গার ২৫ জন, দামুড়হুদায় ১৭ জন ও জীবননগরের ২৫ জন রয়েছেন। জেলায় মোট আক্রান্ত পাঁচ হাজার ৩১৭ জন। বুধবার (১৪ জুলাই) নতুন করে আরও ৪৭ জনসহ মোট দুই হাজার ৮৩৭ জন সুস্থ হয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম সংবাদ প্রকাশকে জানান, অদৃশ্য এই ভাইরাসের ছোবল থেকে জেলাবাসীকে বাঁচাতে স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দিলেও মানুষ এতো মৃত্যু দেখেও উদাসীন। যে কারণে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

এএসএম ফাতেহ আকরাম আরও জানান, ১৫০ বেডের ডেডিকেটেড হাসপাতালে রোগীদের চাপ সামলাতে ডাক্তার নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ১৩২ জন। এদের মধ্যে বর্তমানে ১১৮ জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেড ও ইয়োলো জোনে চিকিৎসাধীন রয়েছেন। বাকি এক হাজার ৯১৫ জন হোম আইসোলেশনে এবং জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।

Link copied!