• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

চিত্তারাম বৌদ্ধবিহারে কঠিন চীবরদান


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ১২:০৬ পিএম
চিত্তারাম বৌদ্ধবিহারে কঠিন চীবরদান

রাঙামাটির নানিয়ারচরের হাতিমারা বনশাখা চিত্তারাম বৌদ্ধবিহারে শুভ দানোত্তম কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব উপলক্ষে ভিক্ষু সংঘকে ফুলের তোড়া দিয়ে বরণ এবং ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।

পরে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, কঠিন চীবর দান ও কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়।

এ সময় সব ধরনের মহামারি-উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য পাঁচ মিনিট মৈত্রী ভাবনা করা হয়। দূরদূরান্ত থেকে আসা শত শত পুণ্যার্থীর ঢল নামে। পুণ্যার্থীদের পদচারণে মুখর হয় বিহার প্রাঙ্গণ।

অনুষ্ঠানে বিজ্ঞানতর তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, ৭২ নম্বর বুড়িঘাট মৌজা হেডম্যান অনিল বিকাশ চাকমা, মামুন প্রমুখ।

পঞ্চশীল প্রার্থনা করেন প্রিয়লাল চাকমা ও জেনেসা চাকমা। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন বৈশাখী চাকমা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!