• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

চালের বস্তা কাঁধে নিয়ে মানুষের কাছে হাজির উপজেলা চেয়ারম্যান


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১, ২০২১, ০৮:৫৫ এএম
চালের বস্তা কাঁধে নিয়ে মানুষের কাছে হাজির উপজেলা চেয়ারম্যান

রাতের আঁধারে চালের বস্তা কাঁধে নিয়ে মানুষের বাড়িতে হাজির বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। শনিবার (৩১ জুলাই) রাতে ফোনকল পেয়ে উপজেলার কায়েমকোলা গ্রামে ভুক্তভোগীর বাড়িতে নিজেই চালের বস্তা কাঁধে নিয়ে হাজির হন তিনি।

এ সময় চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, অন্য কাউকে দিয়ে খাদ্য পৌঁছে দিতে পারতেন তিনি। সেটা করলে মানুষের প্রকৃত অবস্থাটা দেখতে পেতেন না। তাই নিজেই এসেছেন চাল পৌঁছে দিতে।

বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি তিনি। সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই দায়িত্বটা তারই। তিনি এ সময় জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে যে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে, তা সুষ্ঠুভাবে বণ্টন করতে হবে। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!