দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাতদিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউন জারি করেছে সরকার।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে জেলা শহরের মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। বসানো হয়েছে চেকপোস্ট।
সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে চলছে অভিযান।
এর-ই ধারাবাহিতায় ময়মনসিংহে সকাল থেকে লকডাউন কার্যকর করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার নগরীতে মোট ২২জন নির্বাহী কর্মকর্তা, উপজেলাগুলোতে চারজন নির্বাহী কর্মকর্তা ছাড়াও ১৩ উপজেলায় নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে যাচ্ছেন।
জেলার বেশ কয়েকটি সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই রাস্তায় থাকতে দেওয়া হচ্ছে না। কাউকে দেখলেই করা হচ্ছে বিভিন্ন প্রশ্ন। যৌক্তিক জবাব দিতে পারলেই সাধারণ মানুষকে গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে। না হয় ফিরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। আজ রাস্তায় দেখা যায়নি গণপরিবহন।
এদিকে কঠোর বিধি-নিষেধের বাস্তব চিত্র দেখতে সকালে শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। এ সময় পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আয়েশা হক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, “সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ বাস্তবায়নে জেলা শহর ও উপজেলা মিলিয়ে মোট ৫২জন কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২৫০ মামলায় এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।