ভোলায় চাঁদাবাদ চক্রকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কাচিয়া ইউনিয়ন বাসী। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, আবদুল মালেকের নেতৃত্বে প্রতিদিন পরানগঞ্জ কাঠির মাথা এলাকায় জুয়ার আসর বসে। সেখানে রাস্তা দিয়ে চলাচলকারী যানবাহন আটকে চাঁদা আদায় করা হয়। চাঁদা না পেলে তারা হামলা ও লুটপাট চালায়।
জহুরুল ইসলাম নকিব আরও জানান, এসব ঘটনায় ভোলা থানায় মালেকসহ ১৮ জনকে আসামি করে পৃথক দুটি মামলা করা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বাজায় রাখার জন্য মালেকসহ সন্ত্রাসীদের পুলিশ যাতে দ্রুত গ্রেপ্তার করে তার জন্য সংবাদ সম্মেলনে অনুরোধ জানিয়েছেন ইউপি চেয়ারম্যান নকিব।







































