চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। তবে প্রাথমিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী বলেন, “মাঝিরঘাটে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ করছে। গোডাউনে রাসায়নিক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।"