• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০, ২৫ রমজান ১৪৪৬

চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ০৩:৪৭ পিএম
চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে দুর্ভোগে যাত্রীরা

চট্টগ্রাম নগরীতে কোনো ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগের কমতি নেই যাত্রীদের। অনেকে পড়েছেন চরম বিপাকে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল থেকে নগরীর মোড়গুলোতে কর্মস্থলগামী এবং শিক্ষা প্রতিষ্ঠানগামী যাত্রীদের দাড়িয়ে থাকতে দেখা যায় গণপরিবহনের অপেক্ষায়। অনেকে আবার দীর্ঘ অপেক্ষা শেষে পায়ে হেটে পৌঁছার চেষ্টা করছেন কর্মস্থলে। 

একে খান, আকবরশাহ, ওয়ার্লেশ, জিইসি, মুরাদপুর, অক্সিজেন মোড়, হামজারবাগসহ বিভিন্ন মোড়ে শত শত মানুষকে পরিবহনের জন্য অপেক্ষা করতে হয়েছে। এই সুযোগে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে রিকশা, টেম্পো ও সিএনজি অটোরিকশার চালকের বিরুদ্ধে। পরিবহন ধর্মঘটের কারণে নগরের কয়েকটি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। 

যাত্রীরা অভিযোগ করে বলেন, পরিবহন নেতাদের এমন আচরণে আমরা ক্ষুব্ধ। কোনো ঘোষণা না দিয়ে এভাবে বাস চলাচল বন্ধ রাখা উচিত হয়নি। তিন-চার কিলোমিটার হেঁটে গন্তব্যে যেতে হচ্ছে। 

এদিকে পরিবহন মালিকরা বলছেন প্রশাসনের নির্যাতনের কারণে তারা গাড়ি চালাতে পারছেন না। এজন্য বাস চলাচল বন্ধ রেখেছেন।

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মনজুরুল আলম মঞ্জু বলেন, প্রতিনিয়তই আমরা প্রশাসনের নির্যাতনের শিকার হচ্ছি। কোনো কারণ ছাড়াই মামলা দেওয়া হচ্ছে। ট্রাফিক পুলিশসহ প্রশাসনের লোকজন বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে। আমরা আর পারছি না। তাই বাধ্য হয়ে গাড়ি বন্ধ রেখেছি।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক অলি আহম্মদ বলেন, অলংকার মোড় থেকে একজন লাইনম্যানকে গ্রেপ্তার এবং ৫ জনকে উঠিয়ে নেওয়া হয়েছে। তাই পরিবহন মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। তবে পিকেটিং বা অন্য কোনও কর্মকাণ্ড হচ্ছে না। 

সিএমপির ট্রাফিক-উত্তর বিভাগের উপকমিশনার আলী হোসেন বলেন, পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। কেন হঠাৎ তারা গাড়ি বন্ধ রেখেছে, আমরা খবর নিচ্ছি।
 

Link copied!