• ঢাকা
  • শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৯


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ১০:৫১ এএম
চট্টগ্রামে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ৮৭৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৭৯ জনের শরীরে। 

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলার সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে মৃত ১০ জনের মধ্যে নগরীতে ৫ জন এবং বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫ জন। নতুন শনাক্ত ৮৭৯ জনের মধ্যে চট্টগ্রাম নগরে ৬২৬ জন এবং বিভিন্ন উপজেলার ২৫৩ জন।

আগের তুলনায় নমুনা পরীক্ষাও কিছুটা বেড়েছে। সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার ল্যাবসহ চট্টগ্রামের ৯টি ল্যাব এবং অ্যান্টিজেন টেস্ট মিলে মোট ২ হাজার ৯৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামে এ পর্যন্ত মোট মৃত্যু ১ হাজার ৮২ জন এবং মোট আক্রান্ত ৯১ হাজার ৯০৭ জন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!