সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশের গোলচত্বরসংলগ্ন রাস্তার পাশে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।
আটক মো. সোহেল রানা (২৫) কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া থানার ডগ্রপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে।
র্যাব-১২-এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত-বিন-আসাদ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ সোহেল রানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।





































