• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

গণতন্ত্র চাইলে জামায়াতকে ত্যাগ করুন : ইনু


কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৪:০৩ পিএম
গণতন্ত্র চাইলে জামায়াতকে ত্যাগ করুন : ইনু

বিএনপি নেতাদের উদ্দেশে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্র ও নির্বাচন চাইলেন দ্রুত অপরাধী, রাজাকার, জঙ্গি, জামায়াতকে ত্যাগ করুন। 

বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার মীর আব্দুল করিম কলেজের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হাসানুল হক ইনু। 

হাসানুল হক ইনু বলেন, একমুখে নির্বাচনের চাইবেন, আর অন্য মুখে সাংবিধানিক সরকার উচ্ছেদ করে অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠিত প্রকল্প গ্রহণ করবেন, তা হতে পারে না। 

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সাবেক তথ্যমন্ত্রী বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় এসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিশানা মুছে দিয়েছিলেন। তখন কেউ বঙ্গবন্ধুর নাম মুখে উচ্চারণ করতে পারত না। জেনারেল জিয়া সংবিধানের চার মূলনীতিকে বুটের তলায় পিষে দিয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাক্সবন্দী করে রেখেছিলেন। আজকের শেখ হাসিনা বাক্সবন্দী সেই ইতিহাসকে কেবলমাত্র মুক্ত করেছেন। তাই বিএনপি নেতাদের মুখে মুখে ইতিহাস বিকৃতির কথা শোভা পায় না। 

Link copied!