• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

খুলনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ১২:৪১ পিএম
খুলনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনার তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (১৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে পাঁচজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন ও গাজী মেডিকেল হাসপাতালের একজন মারা গেছেন।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ৯৯ জন। যার মধ্যে রেড জোনে ৪০ জন, ইয়েলো জোনে ২৮ জন, আইসিইউতে ২০ জন এবং এইচডিইউতে ১১ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় দুজন ভর্তি হন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে কোনো রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন ১০ জন। তার মধ্যে ৭ জন পুরুষ আর ৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় একজন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। হাসপাতালে ৩৮ জন ভর্তি রয়েছেন। আইসিইউতে চিকিৎসায় রয়েছেন ১০ এবং এইচডিইউতে ২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নগরীর মির্জাপুর রোডের মোস্তফা ইউনূস (৮৭) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন। আইসিইউতে ৪ জন এবং এইচডিইউতে ২ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

Link copied!