• ঢাকা
  • শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ ১৪৩০, ৯ শা'বান ১৪৪৬

খুলনায় করোনায় ৩ নারীর মৃত্যু


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১, ০৫:৩২ পিএম
খুলনায় করোনায় ৩ নারীর মৃত্যু

খুলনায় গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ আগস্ট) সকালে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ এ তথ্য নিশ্চিত করেন। 

ডা. প্রকাশ দেবনাথ আরও জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুইজন এবং খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেডিকেট করোনা হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি।

Link copied!