• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

খুলনায় একই ব্যক্তিকে দুবার টিকা দেওয়ার অভিযোগ


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৪:৩৯ পিএম
খুলনায় একই ব্যক্তিকে দুবার টিকা দেওয়ার অভিযোগ

খুলনায় আবারও একই ব্যক্তিকে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেনারেল (সদর) হাসপাতাল টিকা কেন্দ্রে মো. রোকনুজ্জামান (৩৫) নামের এক যুবকের বাম হাতে ২ ডোজ করোনা টিকা দেন কর্তব্যরত নার্স।

মো. রোকনুজ্জামান খুলনার কয়রা উপজেলা শ্রীফলতলা গ্রামের বোনাই মোড়লের ছেলে। বর্তমানে বসবাস করেছেন মহানগরীর দক্ষিণ টুটপাড়ায়। 

রোকনুজ্জামান বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে আমি টিকা দিতে যাই। এক নার্স এসে আমাকে জিজ্ঞাসা করেন আমার হাইপ্রেসার আছে কিনা। প্রেসার নেই জানানোর পর তিনি আমাকে টিকা দেন। এক মিনিট পরই আরেকজন নার্স এসে আমাকে আবার টিকা দেন। এ সময় দ্বিতীয়বার টিকা দেয়ার কারণ জিজ্ঞাসা করলে নার্স কোন উত্তর দেননি।“

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, “আমরা তো টিকা দিচ্ছি। এখন পর্যন্ত কোন ভুল হয়নি। হাজার হাজার মানুষকে টিকা দিচ্ছি। একটা ভুল হলে হতে পারে। আমি সাংবাদিকদের নিকট হতে শুনেছেন। আমাকে হাসপাতাল থেকে কেউ এখনো জানায়নি।”

এর আগে শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খুলনায় জহুরা বেগম (৭২) নামে এক বৃদ্ধাকে দুবার করোনা টিকা দেওয়া অভিযোগ উঠে। হাফিজুর রহমান ঈদগাহ ময়দান টিকাদান কেন্দ্রে তাকে দুবার টিকা দেওয়া হয়। জহুরা মহানগরের সোনাডাঙ্গা ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ও মৃত মনসুর খাঁর স্ত্রী।
 

Link copied!