• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

‘খুতবার আজান’ নিয়ে সংঘর্ষে একজন নিহত


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২১, ০৮:০২ পিএম
‘খুতবার আজান’ নিয়ে সংঘর্ষে একজন নিহত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ‘খুতবার আজান’ নিয়ে মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষে আবু হানিফ খান (৪৫) নামে একজন নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কুড়াখাল গ্রামের কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

এ ছাড়া সংঘর্ষে আহত হয়েছেন দুই পক্ষের অন্তত সাত জন। তাদের মধ্যে তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চার জন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। নিহত আবু হানিফ খান কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে। 

বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমীন জানান, কুড়াখাল কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিরা দুই ভাগে বিভক্ত। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে শুক্রবার খুতবার আজান জোরে ও আস্তে দেওয়া নিয়ে মতবিরোধে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত জন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, “নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে।”

Link copied!