খাগড়াছড়িতে পুলিশের বাধা উপেক্ষা করে তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি।
শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা মিছিলটি মূল সড়কে উঠতে চাইলে ফের বাধার মুখে সেখানে সমাবেশ করে।
খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, নিজ দলের ব্যবসায়ীদের স্বার্থে জনগণের কোনো মতামত না নিয়েই সরকার ডিজেল, কেরোসিন ও এলপি গ্যাসের দাম বাড়িয়েছে। এর প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কোষাধ্যক্ষ মুফিজুর রহমান, প্রচার সম্পাদক আহসান উল্লাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, যুগ্ম সাধারণ আনিসুল আলম অনিক।







































