• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

ক্রিকেটার জ্যোতিকে সংবর্ধনা


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ২, ২০২২, ০৭:১৫ পিএম
ক্রিকেটার জ্যোতিকে সংবর্ধনা

এসএসসি ৯৫’ ব্যাচের উদ্যোগে শেরপুরের কৃতিসন্তান বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১ মে) রাতে জেলা শহরের হোটেল আলিশানের কনফারেন্স রুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এতিম শিক্ষার্থীদের মধ্যে ঈদের উপহার ও ইফতার প্রদান এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৯৫’ ব্যাচের প্রধান উপদেষ্টা মনিরুজ্জামান রনিম ও আহ্বায়ক এম হায়দার মাহমুদ শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে জেলার সদর উপজেলাসহ নালিতাবাড়ী, নকলা, শ্রীবরদী ও ঝিনাইগাতী থেকে আগত সংগঠনটির ২৫০ জন সদস্য অংশ গ্রহণ করেন।

Link copied!