• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক ৩ 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:৪৪ পিএম
কোটি টাকার ক্রিস্টাল মেথসহ আটক ৩ 

চট্টগ্রামে কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) নামের মারাত্মক মাদকদ্রব্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আমদানি করা এই মাদকের ওজন ৯৭৫ গ্রাম।

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা ১১টায় র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল পতেঙ্গা সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটক ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম টিপু, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেক।

মশিউর রহমান জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে পাঁচটায় নগরের নতুন ফিশারিঘাট এলাকা থেকে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ তিনজনকে আটক করা হয়েছে। এ মাদক আমদানির মূলহোতা পটিয়ার মধ্যম বাথুয়া এলাকার বাসিন্দা রুবেল পলাতক রয়েছে। 

আটক মাদক কারবারীদের জিজ্ঞাসাবাদে রুবেল দেশ ছেড়ে সৌদি আরব পালিয়েছেন বলে র‌্যাবকে জানান। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

Link copied!