• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

কে এই নিশিথ প্রামানিক 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২১, ১২:০০ এএম
কে এই নিশিথ প্রামানিক 

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিযুক্ত হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাংলাদেশি বংশোদ্ভূত নিশিথ প্রামানিক।

নিশিথ কুমার প্রামানিকের জন্ম হয় ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার ভেটাগুড়ি। বাবা বাংলাদেশি হলেও তিনি জন্মগতভাবে ভারতীয়। তার বাবার আদি বাড়ি পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে। স্বাধীনতার আগে এই এলাকার বাসিন্দা ছিলেন তিনি। নিশীথের বাবার নাম বিধূভূষণ প্রামানিক। সেখানে ১৯৮৬ সালে নিশীথ জন্মগ্রহণ করেন। ভারতের বাসিন্দা হলেও পলাশবাড়ীতে নিশিথ বহুবার এসেছেন।

নবীন এ ভারতীয় রাজনীতিবিদের রাজনীতির শুরুটা মমতার দল তৃণমূল কংগ্রেসের মাধ্যমে অভিষেক হলেও পরে বিজিপি সরকারের নজর কাড়ে। এরপর বিজিপিতে যোগ দিয়ে প্রথমধাপে নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হন তিনি। ধারাবাহিকতায় নিজ রাজনৈতিক মেধায় 
কেন্দ্রীয় সরকারের সর্বকনিষ্ঠ সদস্য হিসাবে নিশিথ ৭ জুলাই (বুধবার) সন্ধ্যা ছয়টায় বিজেপির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

নিশিথের ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নজরে আসে এলাকাবাসীর।

এরপর স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাড উম্মে কুলসুম স্মৃতি, বীরমুক্তিযোদ্ধা মেজর (অব) মফিজুল হক সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, রিপোটার্স ইউনিটি পলাশবাড়ী ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ জেলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে আগামী দিনগুলোতে উত্তর উত্তর সাফল্য কামনা করেন তার।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!