• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘কৃষি প্রযুক্তির বাণিজ্যিকীকরণ নিশ্চিত করতে হবে’


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৭:০২ পিএম
‘কৃষি প্রযুক্তির বাণিজ্যিকীকরণ নিশ্চিত করতে হবে’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “কৃষি প্রযুক্তি ব্যবহার করে যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ নিশ্চিত করতে হবে।”

শনিবার (১১ সেপ্টম্বর) সকালে নাটোরের সিংড়া উপজেলায় কৃষকদের মধ্যে সার, বীজ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে কৃষকদের মধ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য ৫০ জন কৃষককে সার, বীজ এবং ২০ জন কৃষককে নাবী জাতের পাট বীজ বিতরণ করেন।

প্রতিমন্ত্রী ৪০ জন অসহায় ব্যক্তিকে এবং ৫টি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুকুলে ২ লাখ টাকার চেক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান প্রমুখ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!