• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

কৃষক হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৮:৪০ পিএম
কৃষক হত্যায় একজনের আমৃত্যু কারাদণ্ড

মানিকগঞ্জের সদর উপজেলার আন্ধারমানিক গ্রামের কৃষক কালিচরণ মণ্ডল হত্যা মামলায় আজাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আজাদ ওই গ্রামের আজাহার আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১২ জানুয়ারি আন্ধারমানিক গ্রামের মৃত সাধু চরণ মণ্ডলের ছেলে কালী চরণ মণ্ডলকে (৭০) পূর্বশত্রুতার জের ধরে আজাদ কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা আজাদকে আটক করে পুলিশে সোপর্দ করে। ঘটনার দিনই নিহতের ছেলে গোপাল মণ্ডল থানায় মামলা করেন। ২০১৫ সালের মে মাসের ২৪ তারিখ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। পরে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

উক্ত মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী মথুর নাথ সরকার। আর আসামি পক্ষে ছিলেন এটিএম শাজাহান। রায় প্রদানের সময় আসামি আজাদ আদালতেই উপস্থিত ছিলেন।

Link copied!