কুকুরের পা ভাঙা নিয়ে দু’পক্ষের  সংঘর্ষে আহত অন্তত ৫০


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১১:০৯ এএম
কুকুরের পা ভাঙা নিয়ে দু’পক্ষের  সংঘর্ষে আহত অন্তত ৫০

হবিগঞ্জে কুকুরের পা ভাঙাকে কেন্দ্র করে দুই পক্ষের কয়েক ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এতে নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জেলার র মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে এ সংঘর্ষ ঘটে। 

পরে মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রোববার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের নাসির উদ্দিন লস্করের পালিত কুকুর একই গ্রামের মনির উদ্দিনের হাঁসের খামারে ধাওয়া দেয়। এ সময় মনিরের ছেলে পাল্টা ধাওয়া দিলে কুকুরটির পা ভেঙে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Link copied!