• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

কিশোরের বিয়ে বন্ধ করলেন ইউএনও


ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৪:০৯ পিএম
কিশোরের বিয়ে বন্ধ করলেন ইউএনও

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বী পরিবারের অপ্রাপ্তবয়স্ক এক ছেলের বাল্যবিবাহ বন্ধ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেকুন্নাহার।

বুধবার (৫ অক্টোবর) ঝালকাঠি পৌরসভার বাসপট্টি চেয়ারম্যান কলোনিতে প্রাপ্তবয়স্ক এক মেয়ের সঙ্গে মাত্র ১৭ বছর বয়সী এক ছেলের অভিভাবক বিয়ের আয়োজন করেন।

বিষয়টি ইউএনওর নজরে এলে ছুটির দিন হলেও তিনি মহিলাবিষয়ক অধিদপ্তর জেলা শাখার প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তারকে সঙ্গে ছুটে যান নিয়ে ঘটনাস্থলে।

আরও জানা যায়, ছেলের মা খুব আগ্রহ নিয়ে তার ১৭ বছর বয়সী একমাত্র ছেলের বিয়ের ব্যবস্থা করেছেন। ছেলের বয়স কম হওয়ায় অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ইউএনও সঙ্গে সঙ্গেই বাল্যবিবাহ বন্ধ করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!