• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

করোনা রোগীসহ দুইজনের লাশ উদ্ধার


যশোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৯:২৪ পিএম
করোনা রোগীসহ দুইজনের লাশ উদ্ধার

যশোরে হাবিবুর রহমান (৪৮) নামে এক করোনা আক্রান্ত রোগী আত্মহত্যা করেছেন। 

মঙ্গলবার (৩ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। নিহত হাবিবুর ওই গ্রামের হাজি জাবেদ আলীর ছেলে। 

অপরদিকে বুধবার সকালে (৪ আগস্ট) যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া বাঁশতলা এলাকার একটি বাসা থেকে হাফিজুর রহমান (৫৫) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামে।

সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম জানান, হাবিবুর রহমান  গত ৩১ জুলাই করোনা পজেটিভ হয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তার খাবারের জিনিসপত্র ও ঘর আলাদা করে দেওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে পরিবার থেকে জানতে পেরেছি।

মৃত হাবিবুর রহমানের ভাই জিয়াউর রহমান জানান, তার বড় ভাই গত ৩১ জুলাই করোনা পজেটিভ হয়ে বাড়িতে ছিলেন। ভোর রাতে তিনি আত্মহত্যা করেছেন।

যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, হাবিবুর রহমান মঙ্গলবার রাত ৪টার দিকে মারা গেছেন। তিনি ছিলেন করোনা পজেটিভ। তার গলায় দড়ির দাগ রয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানিয়েছেন, করোনা আক্রান্ত হাবিবুর গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, যশোর  হাফিজুর রহমান (৫৫) নামে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শহরের পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া বাঁশতলা এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সদর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম বলেন, আশেপাশের লোকজনের সাহায্য নিয়ে চিকিৎসার চেষ্টা করতেন। আজ সকালে তার ঘরের দরজা বন্ধ দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে দেখতে পান, ভিক্ষুক হাফিজুর রহমান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পরে তারা তার লাশ উদ্ধার করেন।

মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া বাঁশতলা এলাকার জনৈক নুর ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। শারীরিক যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। ওষুধ কেনার সক্ষমতাও ছিল না।

Link copied!