সুনামগঞ্জে করোনাকে জয় করেছেন এক মা। দীর্ঘ ১৫দিন পর শুক্রবার (১০ সেপ্টেম্ভর) রাত সাড়ে ৮টায় ফিরে পেয়েছেন তার যমজ সন্তানকে। সন্তানদের কোলে নিয়ে মা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। যমজ সন্তানের মায়ের নাম সৈয়দা রিনা বেগম। তিনি জেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নির্মাণ শ্রমিক সুফি মিয়ার স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে সিজারের মাধ্যমে যমজ ছেলে সন্তানের মা হন সৈয়দা রিনা বেগম। এক সঙ্গে ২ ছেলে সন্তান পেয়ে নির্মাণ শ্রমিক সুফি মিয়া ও তার পরিবারসহ আত্মীয়-স্বজনরা খুবই আনন্দিত।
কিন্তু তাদের সেই আনন্দ দুঃখে পরিণত করে দিল মহামারি করোনা। যমজ সন্তানদের নিয়ে সিলেট থেকে নিজ বসতবাড়ি জগন্নাথপুরে আসার পর মা সৈয়দা রিনা বেগমের করোনা উপসর্গ দেখা দেয়। এরপর গত ২৪ আগস্ট নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। নবজাতকদের নিয়ে মহাবিপদে পড়ে যান নির্মাণ শ্রমিক সুফি মিয়া। কারণ স্ত্রীর করোনা হওয়ার কারণে ২ শিশুকে দুধ পান করাতে পারবে না। এমতাবস্থায় একদিকে দুধের জন্য কাঁদছে যমজ শিশু অন্যদিকে মা সৈয়দা রিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ২৫ আগস্ট আবার সিলেট নিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়।
ওই সময় এলাকার অনেকেই দুই শিশুর দায়িত্ব নিতে চেয়েছিল। কিন্তু তাতে রাজি হননি শ্রমিক সুফি মিয়া। অবশেষে রিনা বেগমের বড় দুই বোন তাদের বুকের দুধ পান করিয়ে যমজ শিশুদের প্রাণ রক্ষা করেন। দীর্ঘ ১৫দিন চিকিৎসা শেষে করোনাকে জয় করে আজ রাত সাড়ে ৮টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন সৈয়দা রিনা বেগম। ২ শিশু সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন।
সৈয়দা রিনা বেগম সাংবাদিকদের বলেন, মৃত্যুর সঙ্গে লড়াই করে আমি বেঁচে এসেছি শুধু আমার ২ সন্তানের জন্য। আল্লাহ আমার সন্তান ও আমাকে দয়া করেছেন, আমাদের প্রাণে রক্ষা করেছেন। আমি খুবই আনন্দিত।
এঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূধন সাংবাদিকদের জানান, যমজ সন্তানের মা করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন বলে জানতে পেরেছি।