করোনা মহামারিতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন দিয়েছে বাংলাদেশের অন্যতম রড উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম।
রোববার (৮ আগস্ট) কেএসআরএমের পক্ষে মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ ওসমানীর হাতে অক্সিজেন হস্তান্তর করেন। স্থানীয়দের জরুরি চিকিৎসার জন্য প্রতিটি ৬০ লিটার করে ৩০০ লিটারের ৫টি অক্সিজেন ভর্তি সিলিন্ডার দেওয়া হয়।
সাতকানিয়া উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল মজিদ ওসমানী বলেন, "জনগণের পাশে প্রতিষ্ঠানটি যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। অসহায় মানুষের প্রাণ রক্ষায় এগিয়ে এসেছে কেএসআরএম। এই মহানুভবতা এই অঞ্চলের মানুষ আজীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।"
কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বলেন, "কেএসআরএম মূলত কারখানায় ব্যবহার উপযোগী অক্সিজেন উৎপাদন করে। কিন্তু জাতির দুর্যোগ পরিস্থিতিতে অক্সিজেনের চরম সংকট সৃষ্টি হলে মেডিকেল অক্সিজেন উৎপাদনের উদ্যোগ নেয় কেএসআরএম।"
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বিআইটিআইডিসহ বেশকিছু স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ করা হয়েছে বলে জানান তিনি।
মিজানুল ইসলাম বলেন, "প্রত্যন্ত অঞ্চলের জরুরি মুহুর্তে চিকিৎসাসেবা দিতে অক্সিজেন ভর্তি সিলিন্ডার ও প্রয়োজনে সিলিন্ডারগুলো রিলোড দিয়ে অক্সিজেন সরবরাহ করা হবে। আমাদের প্রচেষ্টা অক্সিজেন সংকটে যেনো কোনো রোগীর মৃত্যু না হয়।"
এ সময় আরও উপস্থিত ছিলেন নলুয়া ইউনিয়ন আওয়ামী সহসভাপতি আজম সেলিম, নলুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি জহির মিন্টু, নলুয়া ইউনিয়ন আওয়ামী যুগ্ম সম্পাদক আবদুল আজীজ।