• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

করোনায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:৪৯ পিএম
করোনায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন রংপুরের প্রবীণ সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী জেনিফার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, ৫দিন আগে আলী আশরাফ স্ট্রোক করেন। প্রথমে তাকে বাড়িতে রাখা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (১১ জুলাই) রাতে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার দুপুরে তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার ৪ ঘণ্টার পরই তার মৃত্যু হয়।

এর আগে ২০১৭ সালের ৮ জুন প্রথমবার স্ট্রোক করেন আলী আশরাফ। তার ব্লাড প্রেসার ছাড়াও ডায়াবেটিসসহ অন্য রোগও ছিল। ঢাকায় তার নিউরো বিষয়ক অস্ত্রপাচার করা হয়েছিল। এরপর থেকে তিনি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। 

আলী আশরাফ বাংলাদেশ টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি, দৈনিক বায়ান্নোর আলোর নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ বেতার রংপুরের নগর সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন।

Link copied!