• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

করোনায় মমেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ১০:৫৫ এএম
করোনায় মমেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ আগস্ট) সকালে হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃতরা হলেন ময়মনসিংহের নান্দাইলের আমেনা (৮৫), মুক্তাগাছার প্রমথ চন্দ্র দাস (৭১), নেত্রকোনা কেন্দুয়ার দুখু মিয়া (৮০) ও জামালপুর সরিষাবাড়ীর সাজেদা (৪৫)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার হাসিনা (৬০), ত্রিশালের ইব্রাহিম (৭০), ধোবাউড়ার জসিমউদ্দিন (৫৫), গফরগাঁওয়ের ইব্রাহিম (৭৫), নেত্রকোনা মোহনগঞ্জের তহুরা (৫০) ও সুনামগঞ্জ জামালগঞ্জের রইসুদ্দিন (৬০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৩০৪ জন রোগী চিকিৎসাধীন। হাসপাতালে নতুন ভর্তি ৩৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ৬১টি নমুনা পরীক্ষা করে ২০১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

Link copied!