• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ১০:৪৯ এএম
করোনায় আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী মুহিত

বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য, বর্ষীয়ান জননেতা আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন।

কয়েকদিন যাবত তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় গত রোববার (২৫ জুলাই) তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করলে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

একই সঙ্গে তাঁর বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

আবুল মাল আবদুল মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে ঢাকার বনানীতে নিজ বাসায় রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো রয়েছে।

পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের ছোটভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও ঢাকা ডেল্টা হসপিটাল লিমিটেডের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সিলেটসহ দেশ-বিদেশের সকলের কাছে দোয়া কামনা করেছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!