• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৮ রবিউস সানি ১৪৪৬

কবর থেকে কঙ্কাল চুরি


শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৫:৪৬ পিএম
কবর থেকে কঙ্কাল চুরি

বাগেরহাটের শরণখোলায় তিনটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে উপজেলার উত্তর তাফলবাড়ী গ্রামের মোল্লা বাড়িসহ আরও দুবাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর তাফলবাড়ী গ্রামের মোল্লা বাড়ির মৃত লতিফ মোল্লার কবরের পাশ দিয়ে স্থানীয় মুসুল্লিরা তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার সময় লতিফ মোল্লার কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে ওই মৃত ব্যক্তির ছেলেকে খবর দেন।

পরে মৃত লতিফ মোল্লার ছেলে মানিক মোল্লাসহ কয়েক জন কবরে তল্লাশি চালিয়ে মাথা ও হাড় খুঁজে পায়নি। বিষয়টি এলাকায় জানাজানি হলে ভয়ের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা একই গ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া কাশেম খলিফা ও আ. রব হাওলাদারের কবর খোঁড়া দেখতে পান। সেখান থেকেও দুটি কঙ্কাল চুরি হয়েছে বলে জানা যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. ছগির ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর স্থানীয়দের নিয়ে গ্রামের সকল কবরস্থানে রাতভর পাহারার ব্যবস্থা করা হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, “ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। তবে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

Link copied!