• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

‘কথা রাখেনি মিয়ানমার’


গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৭:০১ পিএম
‘কথা রাখেনি মিয়ানমার’

রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে কথা রাখেনি মিয়ানমার সরকার বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  

শনিবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

পররাষ্ট্র বলেন, “পৃথিবীর সব দেশ এক বাক্যে বলেছে রোহিঙ্গারা যাতে তাদের দেশে ফেরত যায়। কিন্তু, আজকে পঞ্চম বছরেও তারা তাদের কথা রাখেননি।”

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, “ইতিমধ্যে রেজুলেশন পাশ হয়েছে। আমরা যেটা এতদিন ধরে প্রচেষ্টা চালিয়েছিলাম। আমরা বিশ্বাস করি এতে করে রোহিঙ্গাদের ফেরত নিতে মায়ানমারের উপর চাপ বাড়বে।”

মন্ত্রী আরও বলেন, “মিয়ানমার ইতোপূর্বে আমাদেরকে বলেছে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেবে। আমরা আশা করছি আগামীতে তারা তাদের কথা রাখবে।”

সীমান্ত হত্যা নিয়ে এ কে আব্দুল মোমেন আরও বলেন, “ভারত ও বাংলাদেশ সরকারের কেউই চায় না সীমান্তে কেউ মারা যাক। এটি খুবই দুঃখজনক এ নিয়ে দুই সরকারের সর্বোচ্চ পর্যায়ে আলোচনা ও বৈঠক  হয়েছে।”

এতো কিছুর হবার পরও সীমান্তে হত্যাকাণ্ড ঘটছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এটি বাংলাদেশের জন্য দুঃখজনক এবং এতো কথা বলার পরও যে তারা মারে এটা ভারতের জন্য লজ্জাজনক।”

Link copied!