• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কক্সবাজারে ২ পৌরসভা ও ১৪ ইউপিতে ভোট ২০ সেপ্টেম্বর


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ১২:২০ পিএম
কক্সবাজারে ২ পৌরসভা ও ১৪ ইউপিতে ভোট ২০ সেপ্টেম্বর

কক্সবাজারে দুইটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ধাপে কক্সবাজার জেলায় যেসব ইউপিতে ভোটগ্রহণ করা হবে সেগুলো হলো— মহেশখালীর হোয়ানক, মাতারবাড়ী ও কুতুবজোম। কুতুবদিয়ার আলী আকবর ডেইল, বড়ঘোপ, দক্ষিণধুরং, কৈয়ারবিল, লেমশীখালী ও উত্তর ধুরুং। পেকুয়ার টেটং। টেকনাফের হ্নীলা, সাবরাং, টেকনাফ ও হোয়াইক্যং। একই দিন নির্বাচন হবে চকরিয়া ও মহেশখালী পৌরসভায়।

তবে বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভোট এই মুহূর্তে অনুষ্ঠিত হবে না বলে জানা গেছে।

সূত্রমতে, আগামী ২০ সেপ্টেম্বর কক্সবাজারসহ সারাদেশে স্থগিত ১৬১টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বর্তমান নির্বাচন কমিশন মেয়াদ শেষের আগে ডিসেম্বরের মধ্যে সব ধরনের মেয়াদোত্তীর্ণ নির্বাচন শেষ করার পরিকল্পনা নিয়েছে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে ভোট করতে না পারায় এতদিন স্থানীয় সরকারের সব নির্বাচন যথাসময়ে অনুষ্ঠান নিয়ে শঙ্কা ছিল।

আগামী বছর মধ্য ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হবে বর্তমান ইসির। কোভিড সংক্রমণ নিম্নমুখী হলে এর আগেই ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ ও নির্বাচন উপযোগী সব প্রতিষ্ঠানের ভোট শেষ করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
 

Link copied!