• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৫

কক্সবাজারে অস্ত্রসহ দুজন আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৩:২০ পিএম
কক্সবাজারে অস্ত্রসহ দুজন আটক

কক্সবাজারের উখিয়ার রুমখা হাজীর পাড়া এলাকা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোররাত ৪টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করার কথা জানিয়েছে র‌্যাব।

আটকরা হলেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম বাপ্পী (২২) ও একই এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মো. সালাম (৪৩)।

র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!