• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

এয়ার ফিল্টার বিস্ফোরণে ৪ পুলিশ আহত


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০২:০৩ পিএম
এয়ার ফিল্টার বিস্ফোরণে ৪ পুলিশ আহত

নোয়াখালী জেলা কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর কারাগারে যাওয়ার পথে পুলিশবাহী একটি মাইক্রোবাস দুর্ঘটনার শিকার হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

গাড়িতে থাকা ৪ আসামি কিছুটা জখম হয়েছেন। আহত পুলিশ সদস্যদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হচ্ছেন কনস্টেবল রাকেশ ও বেসান্ত। অপর আহতদের নাম পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, আসামিবাহী গাড়িটির এয়ার ফিল্টার বিস্ফোরণের ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। যার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

Link copied!