• ঢাকা
  • বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ ১৪৩০, ১৩ শা'বান ১৪৪৬

এক বছর পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ০৭:৩২ পিএম
এক বছর পর স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

পঞ্চগড়ের বোদা উপজেলা থেকে অপহরণ হওয়া স্কুলছাত্রীকে এক বছর পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে আটক করা হয়েছে অপহরণকারী লিপন ইসলাম আক্কুকে।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে লিপনকে জেলহাজতে পাঠানো হয়েছে।

লিপন উপজেলার পাঁচপীর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

সোমবার (৯ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ের ইসলামবাগ এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ১৭ জুন স্কুলছাত্রীকে অপহরণ করেন লিপন ইসলাম আক্কু। পরে ২১ জুন স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। অপহরণের পর স্কুলছাত্রীকে ঢাকা, খুলনা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অবস্থান নেয় অভিযুক্ত লিপন ইসলাম। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশ এক বছর পর অপহরণ হওয়া ছাত্রীকে ঠাকুরগাঁও থেকে উদ্ধার করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, অপহরণ মামলায় আটক দেখিয়ে অভিযুক্ত লিপন ইসলামকে জেলহাজতে পাঠানো হয়েছে। স্কুলছাত্রীকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!