• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬
নাটোরে করোনা সংক্রমণ

একদিনে শনাক্তের হার বেড়েছে ২০ শতাংশ


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০২:১৩ পিএম
একদিনে শনাক্তের হার বেড়েছে ২০ শতাংশ

নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮৪০ জন। সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১৫৮ জন। মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৯৯ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৭টি নমুন পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬ দশমিক ০৮ শতাংশ।

এর আগে রোববার (২২ জুলাই) জেলায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৫ দশমিক ০৯ শতাংশ। এরপর সোমবার (২৩ জুলাই) একদিনেই শনাক্তের হার বেড়েছে ২০ দশমিক ৯৯ শতাংশ। বর্তমানে জেলায় করোয়ারেন্টাইনে রয়েছেন এক হাজার ৮৬ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, ‍“সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে এই মহামারী প্রতিরোধ করা সম্ভব। তাই সুস্থ থাকতে সকলকে নিয়মিত সাবান দিয়ে হাত ধুতে হবে ও ঘরের বাইরে গেলে মাস্ক পরিধান করতে হবে।

Link copied!