• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

একজনের মৃত্যুর খবরে আরও দুইজনের মৃত্যু


হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৯:৪৮ পিএম
একজনের মৃত্যুর খবরে আরও দুইজনের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে একজনের মৃত্যুর খবরে একই পরিবারের আরও দুইজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামে এ ঘটনা ঘটে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া, তার মেয়ে সুরাইয়া আক্তার ও নাতনি সৈয়দা উলফাত।

স্থানীয়রা জানান, কয়েক দিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া। সকাল সাড়ে ৬টায় হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুর খবর পরিবারের লোকদের মধ্যে জানাজানি হলে কান্নার রোল পড়ে যায়। একপর্যায়ে সকাল ৭টায় উপজেলা সদরের উত্তর বাজারে নিজ বাসায় মারা যান তার মেয়ে সুরাইয়া আক্তার। মায়ের মৃত্যুর সংবাদ শোনে বিকেল ৩টার দিকে মারা যান সুরাইয়া আক্তারের মেয়ে সৈয়দা উলফাত। মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ মাগরিব স্থানীয় শ্রীকুটা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

Link copied!