• ঢাকা
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ২৮ মাঘ ১৪৩০, ১২ শা'বান ১৪৪৬

একই দিনে ৪ বাল্যবিবাহ বন্ধ


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৪:২৭ পিএম
একই দিনে ৪ বাল্যবিবাহ বন্ধ

সিরাজগঞ্জের বেলকুচিতে একই দিনে ৪টি বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

সোমবার (২ আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে বাল্যবিবাহগুলো বন্ধ করা হয়।

প্রথমে বিকাল ৫টায় বেলকুচির চর কোনাবাড়ী এলাকায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৩) এবং সন্ধ্যায় পৌরসভার ক্ষিদ্রমাটিয়া পূর্বপাড়া এলাকায় অষ্টম শ্রেণির ছাত্রীর (১৪) বাল্যবিবাহ বন্ধ করা হয়।

একই রাতে ক্ষিদ্রমাটিয়া পূর্বপাড়া এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এবং পৌরসভার চালা পূর্ব পাড়া এলাকায় দশম শ্রেণির ছাত্রীর (১৩) বাল্যবিবাহ বন্ধ করে প্রশাসন। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইলিয়াস হাসান শেখ বলেন, “বাল্যবিবাহগুলো বন্ধ করে অভিভাবকদের মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা নেওয়া হয়।” 

বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করে আনসার বাহিনীর সদস্যরা।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!