হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ঈদুল আজহার নামাজ পড়তে গিয়ে মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিনুর মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় কাশেম মিয়া নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়া পাথারিয়া গ্রামের একটি মসজিদে এ ঘটনাটি ঘটে। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন নিশ্চিত করেছেন।
নিহত শহিনুর মিয়া ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে। আহত কাশেম মিয়া হবিগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়া পাথারিয়া জামে মসজিদে ঈদের নামাজের জন্য দোতলার ছাদে ওঠেন শহিনুর মিয়া ও কাশেম মিয়াসহ আরো অনেকে। ছাদে বিদ্যুতের তার রডের সঙ্গে পেঁচানো ছিল। ফলে রডটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সেই রডের সঙ্গে স্পর্শ লেগে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন কাশেম মিয়া। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন শহিনুর মিয়া। গুরুতর অবস্থায় তাদের দুজনকে হবিগঞ্জ সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শহিনুর মিয়াকে মৃত ঘোষণা করেন।