• ঢাকা
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৬ মুহররম ১৪৪৬

ইকবাল সম্পূর্ণ সুস্থ: সিআইডি


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০১:৩৩ পিএম
ইকবাল সম্পূর্ণ সুস্থ: সিআইডি

ধর্ম অবমাননা মামলায় গ্রেপ্তার হওয়া ইকবাল হোসেন মানসিক ভারসাম্যহীন নন বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় এ তথ্য জানান সিআইডি কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান।

পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, “ইকবাল সম্পূর্ণ সুস্থ ও চতুর। ঘটনার পর সে সুকৌশলে কুমিল্লা থেকে কক্সবাজার পালিয়ে যায়। ১১ দিনের রিমান্ডে ইকবাল সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আচরণ করেছে।”

মোহাম্মদ রেজওয়ান আরও বলেন, “এ ঘটনায় স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতি সংশ্লিষ্ট কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এছাড়া একাধিক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট তদন্ত করেও দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ সুপার।

গত ২১ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়ার দিঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় মূল হোতা ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করা হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!