কক্সবাজারের সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন রেজাউল করিম নামের এক ইউপি সদস্য প্রার্থী। রাত সাড়ে ১০টায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার রাত নয়টার দিকে পিএমখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) তোতকখালী বটতলীতে এ ঘটনা ঘটে।
রেজাউল করিম পিএমখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবুল কালাম আজাদের ছেলে। তিনি ১১ নভেম্বর অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, নির্বাচনী বিরোধের জেরে ইউপি সদস্য প্রার্থী রেজাউল করিমকে গুলি করা হয়েছে। দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
এর আগে ৫ নভেম্বর রাতে শহরতলির লিংক রোড এলাকায় অস্ত্রধারীদের গুলিতে আহত হন কক্সবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার এবং তার ছোট ভাই স্থানীয় ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার। পরে ৭ নভেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় জহিরুলের মৃত্যু হয়।